ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১৫:৫২:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জনের প্রাণহানী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী

বইমেলায় আসছে আহমেদ শিমুর উপন‌্যাস 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৬ পিএম, ১৫ জানুয়ারি ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

অমর একুশে গ্রন্থমেলায় আসছে লেখক আহমেদ শিমুর উপন্যাস ‌‘দ্য ব্ল‌্যাক চ্যাপ্টার অব লাইফ’। সাদিতউজ্জামানের প্রচ্ছদে এই বইয়ের দেখা মিলবে মেলার এশিয়া পাবলিকেশন্সের স্টলে। 

দ্য ব্ল‌্যাক চ্যাপ্টার অব লাইফ মূলত থ্রিলার ধর্মী উপন্যাস।  এর শুরু থেকে শেষ পর্যন্ত এগিয়েছে একটি খুনের রহস্য বের করার মাধ্যমে। যেই রহস্য বের করতে গিয়ে বেরিয়ে এসেছে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য। একের পর এক হচ্ছে খুন। সেসবের রহস্য জানতে চাইলে বইটি পড়তে হবে। 

এছাড়াও মূল থিমকে ঠিক রেখে উপন্যাসে ‘নিতু’ চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে অটিজম বাচ্চার জীবনের নির্মমতা। ‘তামান্না’ চরিত্রটি কাউকে অন্ধ বিশ্বাস করে ঠকে যাওয়ার গল্প। মূল নারী চরিত্র ‘বন্যা’, যার জীবনে হাজারো কষ্টের মাঝে তিনি কখনো আত্মহত্যার কথা ভাবেননি বরং ঘুরে দাঁড়িয়েছেন এবং বিচক্ষণতার পরিচয় দিয়েছেন বিভিন্ন ক্ষেত্ৰে। সবচেয়ে মজার চরিত্র ‘মেহেদি’, যার সমন্ধে জানতে গিয়ে পাঠক থমকে যাবে বলে লেখকের বিশ্বাস। বের হয়ে আসবে অন্য এক অধ্যায়। এই উপন্যাসের প্রতিটি চরিত্রই আমাদের সমাজের হয়ে কথা বলবে।

পাঠকদের উদ্দেশ্যে লেখক বলেন, ‘বইটি আমি তৃপ্তি নিয়ে লেখা শেষ করেছি। বাকিটা আমার পাঠক বলবেন। আশা করি পাঠকমহলে সাড়া ফেলবে। বই পড়ুন, ভালো লাগলে পরিচিতদের বই সম্পর্কে জানান। ছড়িয়ে দিন বইয়ের কথাগুলো। এখানেই লেখকের লেখার স্বার্থকতা৷’ 

অনলাইনে বিক্রি হচ্ছে বইটি। রকমারিতে ৩৭০টি বইয়ের মধ্যে পাঁচ নম্বর এবং উপন্যাসগুলোর মধ্যে দ্বিতীয় বেস্ট সেলার অবস্থানে রয়েছে। বইটি নিয়ে লেখক আহমেদ শিমু বেশ আশাবাদী।